ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন সময়মতোই হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 165

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তা সম্পন্ন হবে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, “যে সময় নির্বাচন বলা হয়েছে, ঠিক সে সময়ই তা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর একটি নির্বাচন হবে।”

আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। অন্যান্য দেশে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে কয়েক বছর সময় লাগে, সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো খুব অল্প সময়ের মধ্যেই মতামত দিচ্ছে—এটা ইতিবাচক।

জুলাই মাসের মধ্যেই সব পক্ষ চুক্তিপত্রে সই করবে বলে আশা করছি। তারপর নির্বাচন প্রস্তুতির কাজ শুরু হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো ঘটনায় আমরা আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ইতিবাচক ফল পাচ্ছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন সময়মতোই হবে: প্রেস সচিব

সর্বশেষ আপডেট ০৬:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে দেশে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তা সম্পন্ন হবে।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, “যে সময় নির্বাচন বলা হয়েছে, ঠিক সে সময়ই তা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর একটি নির্বাচন হবে।”

আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। অন্যান্য দেশে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে কয়েক বছর সময় লাগে, সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো খুব অল্প সময়ের মধ্যেই মতামত দিচ্ছে—এটা ইতিবাচক।

জুলাই মাসের মধ্যেই সব পক্ষ চুক্তিপত্রে সই করবে বলে আশা করছি। তারপর নির্বাচন প্রস্তুতির কাজ শুরু হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো ঘটনায় আমরা আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ইতিবাচক ফল পাচ্ছি।”