রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
- সর্বশেষ আপডেট ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 236
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান।
স্থানীয় সূত্র এবং রেলওয়ে পুলিশের তথ্যমতে, ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক হয়ে চলা একটি ট্রাক সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে গর্তে চাকা আটকে গিয়ে বিকল হয়ে যায়। রাস্তার সামনে তৈরি হওয়া বড় গর্তের কারণেই ট্রাকটি চলতে না পেরে রেললাইনের ওপর আটকে পড়ে। চালক ও স্থানীয়রা মিলে ট্রাকটি সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
এর ফলে ঢাকা-রাজশাহী রেলরুটে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে। মির্জাপুর স্টেশনে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, যারা সকাল থেকেই অপেক্ষায় রয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান, ট্রাকটি সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


































