ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিস্তল-ইয়াবাসহ আটক ১

আবাসিক হোটেলে কোস্ট গার্ডের অভিযান

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৯:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 342

আবাসিক হোটেলে কোস্ট গার্ডের অভিযান

খুলনার একটি আবাসিক হোটেলে যৌথ অভিযানে এক ব্যক্তি আটক হয়েছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৪৭৪ পিস ইয়াবা।

রোববার (১৩ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১২ জুলাই) রাত ১১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন. প্যালেস নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র পাচার অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিস্তল-ইয়াবাসহ আটক ১

আবাসিক হোটেলে কোস্ট গার্ডের অভিযান

সর্বশেষ আপডেট ০৯:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

খুলনার একটি আবাসিক হোটেলে যৌথ অভিযানে এক ব্যক্তি আটক হয়েছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৪৭৪ পিস ইয়াবা।

রোববার (১৩ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১২ জুলাই) রাত ১১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন. প্যালেস নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র পাচার অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে