গত ১৮ মাসে দেড় নতুন দেড় লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ
- সর্বশেষ আপডেট ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 255
গত ১৮ মাসে মিয়ানমারের চলমান সংঘাত ও সহিংসতার কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আশ্রয়প্রার্থীদের মধ্যে বড় অংশ নারী ও শিশু।
শুক্রবার (১১ জুলাই) জেনেভা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে সেনা অভিযান, দমন-পীড়ন ও সহিংসতার কারণে রোহিঙ্গাদের জন্য জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। ফলে তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, যেখানে ইতোমধ্যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী অবস্থান করছে।
ইউএনএইচসিআর জানায়, ২০১৭ সালের পর থেকে এটি রোহিঙ্গা স্থানান্তরের সবচেয়ে বড় ধারা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতি উদার আচরণ প্রদর্শন করে বহু প্রজন্মের জন্য তাদের আশ্রয় দিয়ে আসছে। বর্তমানে কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প হিসেবে বিবেচিত।

সংস্থাটি আরও জানিয়েছে, এই নতুন আগতদের মধ্যে জুন মাসের শেষ নাগাদ প্রায় ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিকভাবে নিবন্ধন করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আরও অনেকে অনানুষ্ঠানিকভাবে ক্যাম্পে প্রবেশ করে বসবাস শুরু করেছে।
































