ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: চারজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 259

গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া র‌্যাব আরও দুইজনকে আটক করেছে, যারা সরাসরি বা পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। পরে তার বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।” অন্যদের শনাক্তে তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা: চারজন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া র‌্যাব আরও দুইজনকে আটক করেছে, যারা সরাসরি বা পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। পরে তার বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।” অন্যদের শনাক্তে তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।