ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আহত ৩৫২০ জন

ইসরায়েলের ৫০০ সেনাকে হত্যা করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 155

মোহাম্মদ বাকের কালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের অন্তত ৫০০ সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের চেয়ে বহুগুণ বেশি বলেও মন্তব্য করেন তিনি।

আইআরআইবি-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কালিবাফ বলেন, “ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্রের মতে, ৩ হাজার ৫২০ জন আহত হয়েছে। সে হিসেবে নিহতের সংখ্যা কমপক্ষে ৫০০ হতে পারে।”

কালিবাফ আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন থেমে গেছে তাদের কৌশলগত ব্যর্থতার কারণে, কোনো নমনীয়তার কারণে নয়। ইরান স্থল ও আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে।

তার দাবি অনুযায়ী, যুদ্ধের শেষদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশের বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা ঘাঁটিগুলো অচল হয়ে পড়ে।

সাক্ষাৎকারে ইরানি স্পিকার যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সরব ছিলেন। তিনি বলেন, “যখন আলোচনার টেবিলে বসা হচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে তাদের দ্বিমুখী চরিত্র দেখিয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, যদি আমেরিকা সত্যিই কূটনৈতিক সমাধানে আগ্রহী হয়, তবে তাদের সর্বপ্রথম সাম্প্রতিক হামলার ব্যাখ্যা এবং ক্ষতিপূরণ দিতে হবে।

কালিবাফ জানান, যুদ্ধকালে ইরানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘বুম বুম তেলআবিব’ গানটি বর্তমানে গণকূটনীতির প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, এই গান এক বিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং এটি ইরানের “মূল্যবোধের যুদ্ধে বিজয়” প্রমাণ করে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আহত ৩৫২০ জন

ইসরায়েলের ৫০০ সেনাকে হত্যা করেছে ইরান

সর্বশেষ আপডেট ১২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের অন্তত ৫০০ সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের চেয়ে বহুগুণ বেশি বলেও মন্তব্য করেন তিনি।

আইআরআইবি-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কালিবাফ বলেন, “ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্রের মতে, ৩ হাজার ৫২০ জন আহত হয়েছে। সে হিসেবে নিহতের সংখ্যা কমপক্ষে ৫০০ হতে পারে।”

কালিবাফ আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন থেমে গেছে তাদের কৌশলগত ব্যর্থতার কারণে, কোনো নমনীয়তার কারণে নয়। ইরান স্থল ও আকাশপথে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে।

তার দাবি অনুযায়ী, যুদ্ধের শেষদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশের বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা ঘাঁটিগুলো অচল হয়ে পড়ে।

সাক্ষাৎকারে ইরানি স্পিকার যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সরব ছিলেন। তিনি বলেন, “যখন আলোচনার টেবিলে বসা হচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে তাদের দ্বিমুখী চরিত্র দেখিয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, যদি আমেরিকা সত্যিই কূটনৈতিক সমাধানে আগ্রহী হয়, তবে তাদের সর্বপ্রথম সাম্প্রতিক হামলার ব্যাখ্যা এবং ক্ষতিপূরণ দিতে হবে।

কালিবাফ জানান, যুদ্ধকালে ইরানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘বুম বুম তেলআবিব’ গানটি বর্তমানে গণকূটনীতির প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, এই গান এক বিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং এটি ইরানের “মূল্যবোধের যুদ্ধে বিজয়” প্রমাণ করে।