চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা
- সর্বশেষ আপডেট ০৭:৫০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 386
রাজধানীর রজনী ঘোষ লেনে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন এই এলাকায় ঘটনা ঘটে। শুক্রবার ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ভাঙারি ব্যবসায়ি মঈনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।
হত্যার সময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা ব্যবসায়ীর পরনের কাপড় খুলে নিয়ে মাথায় পাথর মারে।
সোহাগের বন্ধু মামুন জানান, গত দুই-তিন মাস ধরে মঈন প্রতিমাসে সোহাগের কাছে চাঁদা দাবি করত। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় মঈনসহ ৪-৫ জন মিলে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে।
লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি বলেন, মঈনকে চিনেন এবং তিনি যুবদলের কর্মী। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মঈন এরকম কাজ করতে পারবেন না বলে মন্তব্য করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। সেটি থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ধারণা। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান।’
শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়।’
তিনি বলেন, ‘মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব।’
এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃজাহিদুল ইসলাম। পোস্টে তিনি উল্লেখ করেন,” বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হবে। এ ছাড়াও উক্ত হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতীকী সড়ক অবরোধের ডাক দিয়েছে ববিয়ানরা।
































