শ্রীলঙ্কার জালে চ্যাম্পিয়ন বাংলাদেশের ঝড়
- সর্বশেষ আপডেট ০৫:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 325
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ও আয়োজক বাংলাদেশ টুর্নামেন্টের ষষ্ঠ আসর শুরু করেছে দুর্দান্ত এক জয়ে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (১১ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে আফঈদা-মৌসুমীরা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে খেলা উপহার দেন বাংলাদেশের মেয়েরা। প্রথম মিনিটেই স্বপ্না রানীর ফ্রি-কিক থেকে এগিয়ে যায় দলটি। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে বিপর্যস্ত করে তোলে।
মোসা. সাগরিকা করেন হ্যাটট্রিক, জোড়া গোল মুনকি আক্তারের। বাকিগুলো করেন স্বপ্না রানী, রূপা আক্তার, শান্তি ও শিখা।
প্রথমার্ধেই বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল যোগ করে তারা।
শেষ দিকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে একমাত্র গোলটি শোধ করে শ্রীলঙ্কা। তবে ইনজুরি টাইমে শান্তি মারদির গোল বাংলাদেশকে ৯-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নবীনদের সমন্বয়ে কোচ পিটার বাটলারের কৌশল ছিল চোখে পড়ার মতো। বিরতির পর একাদশে পরিবর্তন এনে নতুনদেরও সুযোগ দেন তিনি।
এই বড় জয়ে শক্ত বার্তা দিয়ে সাফ শিরোপা ধরে রাখার লড়াই শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।



































