ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মুশফিক

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 303

মালদ্বীপে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মুশফিক

অবসর সময় কাটাতে মালদ্বীপে ঘুরতে গিয়ে ক্রিকেট প্রেমী প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া এই তারকা পরিবারসহ মালদ্বীপের প্যারাডাইস আইল্যান্ড রিসোর্টে বেড়াতে যান, আর সেখানেই রিসোর্টে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা তার সম্মানে আয়োজিত করেন এক প্রীতি ক্রিকেট ম্যাচ ও উষ্ণ অভ্যর্থনা।

৮ জুলাই মঙ্গলবার, রিসোর্টের খোলা মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেন মুশফিকুর রহিম নিজেই। তার সঙ্গে খেলেন প্রবাসী মো. লুৎফর, মো. শরীফ, মো. শামীম, গোপাল, মো. মাহবুব, রাসেল, শ্রীলঙ্কান প্রবাসী বুদ্ধিকা ও ভারতীয় প্রবাসী চন্দ্র কুমার।

উপস্থিত ছিলেন রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম নাহিদ, রিসোর্ট ম্যানেজার মোহাম্মদ সালেহ ও অপারেশন ম্যানেজার মো. হামদুন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এই খেলায় ব্যাট হাতে আলো ছড়ান মুশফিক। উপস্থিত প্রবাসীরা জানান, মাঠে নেমে তিনি যেমন খেলেছেন, তেমনি আন্তরিকভাবেও সময় কাটিয়েছেন। মো. রাসেল বলেন, “মুশফিক ভাই আমাদের সঙ্গে একেবারে সহজভাবে মিশেছেন। খেলার মাঝেই আমাদের সাহস দিয়েছেন। তাঁর ব্যাটিং দেখতেই সবাই মুগ্ধ ছিল।”

মুশফিকুর রহিম প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও দেশের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করে, সেই অনুরোধও করেন তিনি। খেলা শেষে সবাই মিলে সময় কাটান, আড্ডা দেন এবং ছবি তোলেন।

জানা গেছে, মুশফিক ১ জুলাই থেকে ছয়দিনের মালদ্বীপ সফরে ছিলেন। ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। প্রবাসীদের সঙ্গে এমন মুহূর্ত কাটানোয় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালদ্বীপে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মুশফিক

সর্বশেষ আপডেট ০৯:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

অবসর সময় কাটাতে মালদ্বীপে ঘুরতে গিয়ে ক্রিকেট প্রেমী প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া এই তারকা পরিবারসহ মালদ্বীপের প্যারাডাইস আইল্যান্ড রিসোর্টে বেড়াতে যান, আর সেখানেই রিসোর্টে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা তার সম্মানে আয়োজিত করেন এক প্রীতি ক্রিকেট ম্যাচ ও উষ্ণ অভ্যর্থনা।

৮ জুলাই মঙ্গলবার, রিসোর্টের খোলা মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশ নেন মুশফিকুর রহিম নিজেই। তার সঙ্গে খেলেন প্রবাসী মো. লুৎফর, মো. শরীফ, মো. শামীম, গোপাল, মো. মাহবুব, রাসেল, শ্রীলঙ্কান প্রবাসী বুদ্ধিকা ও ভারতীয় প্রবাসী চন্দ্র কুমার।

উপস্থিত ছিলেন রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম নাহিদ, রিসোর্ট ম্যানেজার মোহাম্মদ সালেহ ও অপারেশন ম্যানেজার মো. হামদুন।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এই খেলায় ব্যাট হাতে আলো ছড়ান মুশফিক। উপস্থিত প্রবাসীরা জানান, মাঠে নেমে তিনি যেমন খেলেছেন, তেমনি আন্তরিকভাবেও সময় কাটিয়েছেন। মো. রাসেল বলেন, “মুশফিক ভাই আমাদের সঙ্গে একেবারে সহজভাবে মিশেছেন। খেলার মাঝেই আমাদের সাহস দিয়েছেন। তাঁর ব্যাটিং দেখতেই সবাই মুগ্ধ ছিল।”

মুশফিকুর রহিম প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও দেশের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করে, সেই অনুরোধও করেন তিনি। খেলা শেষে সবাই মিলে সময় কাটান, আড্ডা দেন এবং ছবি তোলেন।

জানা গেছে, মুশফিক ১ জুলাই থেকে ছয়দিনের মালদ্বীপ সফরে ছিলেন। ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। প্রবাসীদের সঙ্গে এমন মুহূর্ত কাটানোয় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।