বললেন সিইসি
তারিখ বলব না, কারণ আমিও জানি না
- সর্বশেষ আপডেট ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 374
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ তিনি নিজেও এখনো জানেন না।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে এখন আর কিছু বলবো না। সকালে একবার বলেছি—তারিখ তো আমি নিজেও জানি না। তবে দুই মাস আগেই সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “কোন দিন ভোট হবে, কোন দিন মনোনয়ন জমা হবে—সবকিছু যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এখন ধৈর্য ধরুন।”
সিইসি মন্তব্য করেন, “আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিগত সময়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। তাই সব কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করব—মানুষের শ্রদ্ধা আদায় করে নিতে, প্রমাণ করুন আমরা পারি।”
এর আগে তিনি কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সিইসি বলেন, “আগামী নির্বাচনে বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক আসবে। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে অতীতে যারা ‘ভালো সার্টিফিকেট’ দিয়েছে, কেবল তাদেরই গ্রহণ করা হবে না।”
তিনি জানান, কমিশনের প্রস্তুতি, ভোটারদের সচেতনতা কার্যক্রম, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে কানাডাকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের একটি বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে আভাস দেওয়া হয়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী প্রস্তুতির গুঞ্জন ছড়িয়ে পড়ে।
































