বিশ্বাস রাখুন, নিরাশ করব না
পাহাড়ি কন্যার কণ্ঠে প্রতিশ্রুতির দীপ্তিময় উচ্চারণ
- সর্বশেষ আপডেট ১১:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 328
তিন ম্যাচে পাঁচ গোল করে এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ নারী ফুটবল দলকে তুলে এনেছেন ঋতুপর্ণা চাকমা। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরোয়ার্ড। শুধু গোল করেই থেমে থাকেননি, সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। দলের এই ঐতিহাসিক অর্জনে বড় ভূমিকা রেখেছেন তিনি।
রবিবার মধ্যরাতে ঢাকায় ফিরে দল সরাসরি অংশ নেয় হাতিরঝিলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে ঋতুপর্ণা বলেন, “আজকের সাফল্য পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফুটবল কখনোই একক নৈপুণ্যের খেলা নয়। আমরা কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়াই করতে হয়, তা জানি। আপনাদের বিশ্বাস রাখুন, আমরা আপনাদের নিরাশ করব না। শুধু এশিয়াতেই নয়, বিশ্বমঞ্চেও লাল-সবুজের পতাকা উড়াতে চাই।”
দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, “এই অর্জন একদিনে আসেনি। অনেক পরিশ্রম, অনেক ত্যাগের ফসল এটি। দেশবাসীর ভালোবাসা আর দোয়া আমাদের প্রেরণা। আমরা চাই, দক্ষিণ এশিয়া ও এশিয়া ছাড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে।”

কোচ পিটার বাটলার বলেন, “গত ৯ থেকে ১২ সপ্তাহ আমাদের জন্য চরম পরিশ্রমের সময় ছিল। এই মেয়েরা যা করেছে, তা সত্যিই অসাধারণ। এদের ছাড়া আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, সাবেক অধিনায়ক আমিনুল হক, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ অনেকে। সবাই এক বাক্যে স্বীকার করেন—নারী ফুটবলারদের এই সাফল্য গোটা জাতির গর্ব।
ঐতিহাসিক রাতে যারা মাঠে ছিলেন, তারা প্রত্যক্ষ করলেন—কীভাবে একঝাঁক সাহসী কিশোরী সীমানা পেরিয়ে স্বপ্ন ছুঁয়েছে। তাদের চোখে এখন আরও বড় কিছু করার অঙ্গীকার। বাংলাদেশের ফুটবল যে বদলে যাচ্ছে, সেটা এখন শুধু সম্ভাবনা নয়—বাস্তবতা।































