দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তানজিদ
- সর্বশেষ আপডেট ১০:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 198
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর আত্মসমালোচনায় মুখর বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। যদিও তার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেকে, কিন্তু দলের প্রয়োজনে নিজেকে সফল মনে করছেন না তিনি।
শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, “আপনি বললেন আমি ভালো খেলেছি। কিন্তু আমার মনে হয় না। কারণ দলের যখন যা দরকার ছিল, আমি তা পূরণ করতে পারিনি।”
প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার গড়া জুটি ছিল দলের অন্যতম ভিত্তি। কিন্তু এক দুঃখজনক রান আউটে সেই জুটি ভেঙে যায়, যা তানজিদের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। “আরও ৩০-৪০ রান যোগ করতে পারলে ম্যাচটা সহজ হতো,” বলেন তিনি।
উইকেটের আচরণ নিয়েও বিস্তারিত কথা বলেন তানজিদ। তার ভাষায়, “এই ধরনের উইকেটে যারা থিতু হবে, তাদের বড় ইনিংস খেলতে হবে। আমরাও সেটা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে হাসারাঙ্গার মতো স্পিনারের বিরুদ্ধে বাঁহাতিরা ভালো করতে পারে—এই দিকগুলো নিয়ে কাজ করছি।”
প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কোচিং স্টাফের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে জানিয়ে তানজিদ বলেন, “ব্যাটিং ধসটাই মূল পার্থক্য গড়ে দিয়েছে। ফিল্ডিং ও বোলিং ঠিক ছিল। আশা করি, এমন ধস পরের ম্যাচে হবে না।”
নিজের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি ম্যাচেই অবদান রাখতে চাই। পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে।”
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন বাঁচা-মরার লড়াই। তবে তানজিদের মতো লড়াকু মানসিকতা নিয়ে দল মাঠে নামলে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়।































