ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 166

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

উদ্বোধনী আয়োজনে চেয়ারম্যান ছাড়াও বন্দর সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন)সহ অন্যান্য কর্মকর্তারা ফুল ও বনজ গাছের চারা রোপণ করেন। বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, “উপকূলীয় অঞ্চলে অবস্থিত মোংলা বন্দরকে প্রতি বছরই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এসব দুর্যোগ মোকাবেলায় গাছ যেমন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, তেমনি পরিবেশ সুরক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।”

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিনি আরও জানান, এ বছর মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হবে। সেই সঙ্গে অতীত বছরগুলোর রোপিত গাছগুলোর পরিচর্যাও গুরুত্বের সঙ্গে করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মোংলা বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৯:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

উদ্বোধনী আয়োজনে চেয়ারম্যান ছাড়াও বন্দর সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন)সহ অন্যান্য কর্মকর্তারা ফুল ও বনজ গাছের চারা রোপণ করেন। বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, “উপকূলীয় অঞ্চলে অবস্থিত মোংলা বন্দরকে প্রতি বছরই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এসব দুর্যোগ মোকাবেলায় গাছ যেমন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, তেমনি পরিবেশ সুরক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।”

মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিনি আরও জানান, এ বছর মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হবে। সেই সঙ্গে অতীত বছরগুলোর রোপিত গাছগুলোর পরিচর্যাও গুরুত্বের সঙ্গে করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মোংলা বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।