রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
- সর্বশেষ আপডেট ১১:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 156
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও হাজার হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, দেশটি রাশিয়ার ফ্রন্টলাইনে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর ফলে রাশিয়ার পক্ষে যুদ্ধরত উত্তর কোরীয় সেনার সংখ্যা প্রায় তিন গুণে উন্নীত হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, আসন্ন মাসগুলোতে উত্তর কোরিয়ার এই নতুন সেনারা রাশিয়ায় পৌঁছাবে এবং ২০২৪ সালের নভেম্বরে পাঠানো প্রায় ১১ হাজার সেনার সঙ্গে যুক্ত হবে। ওই সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
পশ্চিমা গোয়েন্দা সূত্র জানায়, প্রথম ধাপে পাঠানো সেনাদের মধ্যে প্রায় চার হাজার জন নিহত বা আহত হয়েছেন। এরপর থেকেই রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বাড়ে।
ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্যে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব সেনাদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম। রুশ সামরিক বিমানগুলো সেনা পরিবহনের জন্য পুনরায় সাজানো হচ্ছে, যা নতুন মোতায়েনের ইঙ্গিত দেয়। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ মিলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরীয় সেনারা রাশিয়া-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে লড়াইয়ে অংশ নিতে পারে। বিশেষত, বড় আকারের আক্রমণে তাদের ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও জানিয়েছে, পিয়ংইয়ং ইতোমধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে এবং জুলাই-আগস্টে তাদের রাশিয়ায় পাঠানো হতে পারে। শুরু থেকেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে উত্তর কোরিয়া।
জাতিসংঘে দাখিল করা ১১টি দেশের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালেই উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে। ইউক্রেনের সেনারা রুশ ভাষায় অনূদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত এপ্রিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।
































