ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সমালোচনার ঝড় আজিজুল হক কলেজে

ছাত্রদলের কর্মসূচিতে সবাইকে থাকতে অধ্যক্ষের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 246

অধ্যক্ষ মো. শওকত আলম মীর

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ প্রশাসনের ভূমিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ছাত্রদলের আহ্বায়ক কমিটির শুভেচ্ছা মিছিলে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার বিষয়ে কলেজ প্যাডে জারি করা এক নোটিশকে ঘিরে তীব্র সমালোচনা ছড়িয়েছে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নবগঠিত ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ (বুধবার) সকালে কলেজ ক্যাম্পাসে মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করে। এতে ছাত্রদল পক্ষ থেকে গণমাধ্যমকর্মীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়।

তবে মঙ্গলবার কলেজ অধ্যক্ষ মো. শওকত আলম মীরের স্বাক্ষরিত একটি নোটিশে ছাত্রদলের ওই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়। নোটিশে লেখা ছিল, “বুধবার সকাল ১১টায় কলেজ মুক্তমঞ্চে নবগঠিত ছাত্রদল কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।”

এই নোটিশ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সদস্য সচিব নিউতি সরকার বলেন, “একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ প্যাডে অধ্যক্ষ নোটিশ দিতে পারেন না। এটি কলেজের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, “অধ্যক্ষ যদি নিজেই একটি দলের হয়ে কাজ করেন, তাহলে শিক্ষক সমাজ ও প্রশাসনের নিরপেক্ষতা কোথায় থাকবে?”

ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “আমরা অনুষ্ঠানে সব শিক্ষক-শিক্ষার্থীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে অফিসিয়াল প্যাডে নোটিশ দিতে বলিনি।”

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, “নোটিশটি আমার না জানিয়ে অফিস সহকারী তৈরি করে প্রচার করেছে। বিষয়টি জানার পর আমি তা প্রত্যাহার করেছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সমালোচনার ঝড় আজিজুল হক কলেজে

ছাত্রদলের কর্মসূচিতে সবাইকে থাকতে অধ্যক্ষের নোটিশ

সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ প্রশাসনের ভূমিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ছাত্রদলের আহ্বায়ক কমিটির শুভেচ্ছা মিছিলে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত থাকার বিষয়ে কলেজ প্যাডে জারি করা এক নোটিশকে ঘিরে তীব্র সমালোচনা ছড়িয়েছে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নবগঠিত ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ (বুধবার) সকালে কলেজ ক্যাম্পাসে মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করে। এতে ছাত্রদল পক্ষ থেকে গণমাধ্যমকর্মীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়।

তবে মঙ্গলবার কলেজ অধ্যক্ষ মো. শওকত আলম মীরের স্বাক্ষরিত একটি নোটিশে ছাত্রদলের ওই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়। নোটিশে লেখা ছিল, “বুধবার সকাল ১১টায় কলেজ মুক্তমঞ্চে নবগঠিত ছাত্রদল কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।”

এই নোটিশ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সদস্য সচিব নিউতি সরকার বলেন, “একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ প্যাডে অধ্যক্ষ নোটিশ দিতে পারেন না। এটি কলেজের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, “অধ্যক্ষ যদি নিজেই একটি দলের হয়ে কাজ করেন, তাহলে শিক্ষক সমাজ ও প্রশাসনের নিরপেক্ষতা কোথায় থাকবে?”

ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “আমরা অনুষ্ঠানে সব শিক্ষক-শিক্ষার্থীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে অফিসিয়াল প্যাডে নোটিশ দিতে বলিনি।”

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, “নোটিশটি আমার না জানিয়ে অফিস সহকারী তৈরি করে প্রচার করেছে। বিষয়টি জানার পর আমি তা প্রত্যাহার করেছি।”