ডোবায় লাফিয়েও রক্ষা পাননি কেশবপুর আ. লীগ সভাপতি
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 262
জনতার ভয়ে বাড়ির পাশের ডোবায় লাফ দিয়েও রক্ষা পেলেন না যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। ডোবা থেকে তুলে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
আজ বুধবার বেলা তিনটার দিকে কেশবপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতবছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আসেন। বুধবার দুপুরের দিকে বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম কৌশলে একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও ছাত্র-জনতা উপস্থিত হলে এক পর্যায়ে ভয়ে তিনি পাশের কচুরিপানা ভর্তি ডোবায় লাফ দেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গেলে স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে পুলিশের হাতে সোপর্দ করে।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে কেশবপুরে ত্রাশ সৃষ্টি করেছিল জামাল বাহিনী। সেই জামাল বাহিনী পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল।
































