চট্টগ্রামে ডিআইজি কার্যালয় ঘেরাও করল বৈছাআ
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 171
চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে এবার খুলশী এলাকার ডিআইজি কার্যালয় ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা। এর আগে সকালে পটিয়া বাইপাস এলাকায় টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা, যার ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ৩০-৪০ জন নেতাকর্মী খুলশীর ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, পটিয়া থানার ওসি একটি ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন। ওসিকে অপসারণ করা না হলে চট্টগ্রাম শহর অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দেকে আটক করে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন।
এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে পটিয়া থানা ঘেরাও করেন আন্দোলনকারীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে চারটায়ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ চলছিল এবং যান চলাচল বন্ধ ছিল।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।































