নারায়ণগঞ্জে শামসুজ্জামান দুদু
কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে
- সর্বশেষ আপডেট ০৭:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 126
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশের কিছু রাজনৈতিক দল ও মহল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে।
২ জুলাই (বুধবার) নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “শেখ হাসিনা নির্বাচন চায় না। তাই তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের এখন আরও তৎপর হতে হবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে।”
তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। অথচ এখন এমন কথাও শোনা যাচ্ছে—এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য নাকি গণঅভ্যুত্থান হয়েছে! এসব বক্তব্যে জনগণ বিভ্রান্ত হচ্ছে।”
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরতন্ত্রের পতন মানেই গণতন্ত্রের পথ সুগম হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”
‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ অনেকে।
































