আদালতে ওষুধ চাইলেন সাবেক এমপি তুহিন
- সর্বশেষ আপডেট ০১:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 233
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন আদালতে ওষুধ চেয়েছেন। সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে শুনানি চলাকালে তিনি এই অনুরোধ জানান।
তুহিনের আইনজীবী আদালতে ওষুধ দেখিয়ে বলেন, ‘উনার ওষুধ প্রয়োজন, এগুলো দিতে হবে।’ তবে বিচারক তাৎক্ষণিকভাবে জানান, ‘এখান থেকে ওষুধ দেওয়ার নিয়ম নেই। যথাযথ প্রক্রিয়ায় নিতে হবে, বাইরে থেকে সরাসরি দেওয়া যাবে না।’ তখন তুহিন বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আমার ওষুধ শেষ, ওষুধ প্রয়োজন।’
শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুহিনকে যুব মহিলা লীগ নেত্রী হিসেবে উল্লেখ করলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ, যুব মহিলা লীগ না।’
এই মামলায় আদালত শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবিনা তুহিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল সকালে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জন শেরেবাংলা নগর থানাধীন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুব মহিলা লীগের ব্যানারে একটি মিছিল করে। পুলিশ আসলে তারা পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়, তারা নোবেলজয়ী ড. ইউনূসের পদত্যাগের দাবিতে একটি ষড়যন্ত্রমূলক কর্মসূচি করছিল, যা দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।
































