পাকিস্তানে বন্যা ও ভূমিধসে আরও ৮ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 188
পাকিস্তানে অব্যাহত ভারি বৃষ্টিপাতে সৃষ্ট হঠাৎ বন্যা ও ভূমিধসে আরও অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন। দেশটির চারটি প্রদেশেই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার (২৯ জুন) দেশটির লাহোর, করাচি, গিলগিট-বালতিস্তান ও পাঞ্জাবসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিজনিত নানা দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ও শনিবার আরও অন্তত ৩২ জনের মৃত্যু হয় বন্যা, ঘর ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
লাহোরে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে একটি বিলবোর্ড পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং তার স্ত্রী ও সন্তান আহত হন। এছাড়া দেয়াল ধসে মৃত্যু হয় এক নারীর এবং আহত হন আরও ১০ জন।
করাচিতে বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, এদের একজন পাকিস্তান পিপিপির একজন নেতার ভাই বলে জানা গেছে। আরেক ব্যক্তি ক্লিফটন এলাকায় বিদ্যুৎ খুঁটির সঙ্গে লেগে প্রাণ হারান।
গিলগিট শহরের কাছে কার্গাহ নালায় হড়কা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় দুই বোনের। অন্যদিকে পাঞ্জাবের শরিফপুরায় মাটির ঘর ধসে প্রাণ হারিয়েছেন আরও দুইজন।
পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। লাহোর বিমানবন্দরে একদিনে ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সরকারি সংস্থাগুলো সতর্ক অবস্থানে থাকলেও আরও বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। জনগণকে সতর্ক থাকতে এবং জরুরি অবস্থায় সহায়তা নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
































