একীভূত হচ্ছে কয়েকটি ব্যাংক
নতুন টাকা ছাপিয়ে ৫২ কোটি টাকার ঋণ
- সর্বশেষ আপডেট ০১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 284
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন টাকা ছাপিয়ে মোট ৫২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে দেশের ১২টি আর্থিকভাবে দুর্বল ব্যাংককে। শনিবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র।
ঋণপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বিসিবিএল, আইসিবি, বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১৪ হাজার ২০০ কোটি টাকা।
তথ্য অনুযায়ী, গ্রাহকদের আমানত পরিশোধের জন্য ১০টি ব্যাংক ৩৩ হাজার কোটি টাকার বেশি ডিমান্ড লোন নিয়েছে। একইসঙ্গে, ৯টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির জন্য আরও ১৯ হাজার কোটি টাকা ডিমান্ড লোন হিসেবে রূপান্তর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ব্যাংকগুলোর পুনর্গঠনের পর আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, আগামী জুলাইয়ের মধ্যে ছয়টি ব্যাংক একীভূত করা হবে। একীভূতকরণকৃত ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং পরবর্তীতে শেয়ারবাজারের মাধ্যমে জনসাধারণ বা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।
একীভূত হতে যাওয়া ছয়টি ব্যাংকের মধ্যে রয়েছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে পাঁচটি ব্যাংক এস আলম গ্রুপের মালিকানাধীন এবং একটি ব্যাংক নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন।
গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, আগামী চার বছরের মধ্যে এই ব্যাংকগুলোর ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেশিও (সিএআর) ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করা হবে।
































