ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 182

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ২

ইসরায়েল মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে পৃথকভাবে দুটি ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরা জানায়, এসব হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের শাকরা ও বারাশিত শহরের মাঝামাঝি এক জায়গায় একটি বুলডোজারে ড্রোন হামলায় একজন নিহত হন। অপরদিকে, বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে তারপরও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এতে নিরীহ মানুষ নিহত হচ্ছেন এবং উত্তেজনা বাড়ছে।

এর আগে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, যেখানে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ স্যোশালে জানান, প্রথমে ইরান এবং পরে ইসরায়েল যুদ্ধবিরতিতে যোগ দেবে। ২৪ ঘণ্টা পরে এই যুদ্ধ সমাপ্ত হিসেবে ঘোষণা করা হয়।

ট্রাম্প বলেন, “এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারত। তবে আমরা সময়মতো তা থামাতে পেরেছি। ইসরায়েল ও ইরান—উভয় দেশকেই সাহস ও সংযমের জন্য ধন্যবাদ।”

তবে একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা চালানোয় ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ২

সর্বশেষ আপডেট ০৭:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইসরায়েল মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে পৃথকভাবে দুটি ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরা জানায়, এসব হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের শাকরা ও বারাশিত শহরের মাঝামাঝি এক জায়গায় একটি বুলডোজারে ড্রোন হামলায় একজন নিহত হন। অপরদিকে, বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে তারপরও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এতে নিরীহ মানুষ নিহত হচ্ছেন এবং উত্তেজনা বাড়ছে।

এর আগে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, যেখানে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ স্যোশালে জানান, প্রথমে ইরান এবং পরে ইসরায়েল যুদ্ধবিরতিতে যোগ দেবে। ২৪ ঘণ্টা পরে এই যুদ্ধ সমাপ্ত হিসেবে ঘোষণা করা হয়।

ট্রাম্প বলেন, “এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারত। তবে আমরা সময়মতো তা থামাতে পেরেছি। ইসরায়েল ও ইরান—উভয় দেশকেই সাহস ও সংযমের জন্য ধন্যবাদ।”

তবে একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা চালানোয় ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।