ইসরায়েলে ভয়াবহ আগুন, দাবানলের আশঙ্কা
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 277
ইসরায়েলের একটি বনভূমিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করছেন, তবে আশঙ্কা করা হচ্ছে এটি দাবানলে রূপ নিতে পারে।
আগুন হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এর কাছেই শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ থাকায় রুট ১ সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। ইতোমধ্যে অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, প্রয়োজনে বাইরের দেশ থেকেও বিমান আনার প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে ২০২৫ সালের মে মাসেও ইসরায়েল ভয়াবহ দাবানলের মুখে পড়ে। তখন জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন ছড়িয়ে পড়ায় রাস্তা বন্ধ করে দিতে হয় এবং হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর তখন আন্তর্জাতিক সহায়তা চেয়ে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সেই দাবানল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হয়েছিল। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ইহুদি বসতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।































