উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ মিনি বাস আটক
- সর্বশেষ আপডেট ০৭:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 183
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারী এবং একটি যাত্রীবাহী মিনি বাস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই এলাকায় মাদক পাচারের তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়। এর অংশ হিসেবে ২৫ জুন ২০২৫ বিকাল ৩টা ২৫ মিনিটে ইমামের ডেইল চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী “নীল দরিয়া” নামের মিনি বাস তল্লাশির সময় ইঞ্জিন কভারের নিচ থেকে কালো টেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে দেখা যায় এতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।
বাসের চালক মোঃ রুবেল (৩৭), কক্সবাজারের সুজাউ সওদাগর পাড়া এলাকার বাসিন্দা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ইয়াবাগুলো কক্সবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মিনি বাসটি মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিসহ ইয়াবা ও মিনি বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এই তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।


































