বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম
- সর্বশেষ আপডেট ১১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 343
বরিশালের সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) লাইফ সাপোর্টে রয়েছেন।
সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে নিজ বাড়ির কাছে একদল দুর্বৃত্ত তাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। জরুরি চিকিৎসার পর তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।
খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেন।
তার ভাগ্নে ও নয়াদিগন্ত ডিজিটালের বরিশাল প্রতিনিধি শাকিল খান জানান, সম্প্রতি মামা (খান মাইনউদ্দিন) নলছিটির কালভার্ট নির্মাণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশ করেছিলেন। অনিয়মের সাথে জড়িত ব্যক্তিরা সংবাদ প্রকাশে অসন্তুষ্ট ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই কারণে এই নির্মম হামলা সংঘটিত হয়েছে।
ঘটনার পর বরিশাল ও ঝালকাঠির সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


































