রায়পুরায় অবহেলিত গৃহহীনদের ঘর তালাবদ্ধ
- সর্বশেষ আপডেট ১১:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 249
নরসিংদীর রায়পুরা উপজেলায় বহু অসহায় গরীব মানুষের মাথা গুজার ঠাঁই গুচ্ছগ্রামে থাকা বসতঘরে তালা ঝুলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের অনেক গৃহহীন অসহায় মানুষের কোনো মাথা গুজার জায়গা নেই বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। অথচ ওই গ্রামে গুচ্ছগ্রামের বসতঘরে তালা ঝুলিয়ে তা ব্যবহার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়পুরা উপজেলার ওই গুচ্ছগ্রামের বসতঘরগুলোতে কেউ বসবাস করে না। শুধুমাত্র নাম দিয়ে ওই ঘরগুলো দখল করে রাখা হয়েছে, অথচ ঘরগুলোর দরজায় তালা ঝুলানো রয়েছে।
স্থানীয় বাসিন্দারা, যেমন বাবুল, মাসুদ ও আরও অনেকে দাবি করেছেন, “আমাদের গ্রামে অনেক অসহায় গরীব মানুষ রয়েছেন, যাদের ভিটে-বাড়ি নেই। যদি তাদেরকে গুচ্ছগ্রামের এসব ঘর দেয়া হয়, তাহলে তাদের অনেক উপকার হবে।”
তারা আরও জানান, গুচ্ছগ্রামের অনেক বাসিন্দা স্বাবলম্বী হলেও তাদের নামে অনেক বসতঘর বরাদ্দ রয়েছে যা তারা ব্যবহার করেন না। এ অবস্থায় উপজেলা প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে শতভাগ স্থানীয় গরীব ও অসহায় মানুষকে এসব ঘরে বসবাসের সুযোগ দেয়, তা তাদের দাবি।
স্থানীয় বাসিন্দা মানিক মিয়া ও রহিম মিয়াকে সত্যিই গৃহহীন ও অসহায় মানুষ হিসেবে চিহ্নিত করেছেন সাংবাদিক শফিকুল। তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে এনে আশ্বাস পেয়েছেন যে, গৃহহীন অসহায় মানুষদের মাথা গুজার জায়গার ব্যবস্থা করা হবে।
মানিক মিয়া রায়পুরা পৌরসভার পরিচ্ছন্নকর্মী হিসেবে জীবিকা নির্বাহ করেন। আরেক জন রহিম মিয়া রায়পুরা বাজারে পাহারাদার হিসেবে চাকরি করতেন, কিন্তু বয়স বৃদ্ধির কারণে চাকরি ছেড়ে দিতে হয়েছে।
রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান (রুবেল) জানান, “অসহায় গরীব মানুষের মাথা গুজার জায়গা নিয়ে গুচ্ছগ্রামে বসতঘরগুলোতে যারা বসবাস করছেন না বা করছেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় মানিক মিয়া, রহিম মিয়া ও অন্যান্য অসহায় গরীব মানুষের জন্য বসবাসের উপযুক্ত জায়গা নিশ্চিত করা হবে।”
































