ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 148

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রশিদ মার্কেটের সামনে বেপরোয়া ডাম্পার গাড়ির ধাক্কায় মোহাম্মদ নিশাদ (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত নিশাদ পালংখালী ৭ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পালংখালী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, ডাম্পার ট্রাকগুলোর বেপরোয়া চলাচল দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য ভয় ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:৩১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রশিদ মার্কেটের সামনে বেপরোয়া ডাম্পার গাড়ির ধাক্কায় মোহাম্মদ নিশাদ (৭) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত নিশাদ পালংখালী ৭ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পালংখালী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, ডাম্পার ট্রাকগুলোর বেপরোয়া চলাচল দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য ভয় ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত গতিসীমা নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।