ঢাবিতে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 257
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে অন্যতম প্রধান অবদান রাখা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ও প্রশাসনের উদ্যোগে হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ব্রিটিশ কাউন্সিল সংলগ্ন ফুলার রোড হয়ে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে আবারও হল মাঠে এসে শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যালিতে নেতৃত্ব দেন। এতে আরও অংশ নেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
এই দিনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে মঞ্চনাট্য, কবিতা আবৃত্তি এবং নবাব সলিমুল্লাহর জীবন ও অবদানের ওপর সেমিনার। সন্ধ্যায় থাকছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন দূরদর্শী ও শিক্ষানুরাগী নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯২০ সালে পাশ হওয়া ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট’ প্রণয়নে তার অসামান্য অবদান রয়েছে। এসব কারণেই তাকে ঢাবির প্রতিষ্ঠার অন্যতম প্রধান পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।































