ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারকে ধন্যবাদ দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 182

কাতারকে ধন্যবাদ দিল ইরান

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার বরাতে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাতে বলা হয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে আলাপ করেন এবং এই অঞ্চলে শান্তি রক্ষায় কাতারের গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

আলোচনায় তাখত-রাভানচি বলেন, “ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রশংসার পেছনে রয়েছে গতকালের আলোচিত ঘটনার প্রেক্ষাপট। সোমবার রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি ও পশ্চিমা সূত্রের বরাতে জানানো হয়, ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। কাতারের কর্তৃপক্ষ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়ে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালায়।

ঘটনার পরপরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। তবে ইরান স্পষ্ট করেছে, এই হামলার উদ্দেশ্য কাতারকে টার্গেট করা নয়, বরং এটি ছিল মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটি বার্তা।

এই প্রেক্ষাপটে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থানকে গুরুত্ব দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারকে ধন্যবাদ দিল ইরান

সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরার বরাতে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাতে বলা হয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে টেলিফোনে আলাপ করেন এবং এই অঞ্চলে শান্তি রক্ষায় কাতারের গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

আলোচনায় তাখত-রাভানচি বলেন, “ভ্রাতৃপ্রতিম প্রতিবেশিত্ব ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রশংসার পেছনে রয়েছে গতকালের আলোচিত ঘটনার প্রেক্ষাপট। সোমবার রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি ও পশ্চিমা সূত্রের বরাতে জানানো হয়, ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। কাতারের কর্তৃপক্ষ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়ে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালায়।

ঘটনার পরপরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। তবে ইরান স্পষ্ট করেছে, এই হামলার উদ্দেশ্য কাতারকে টার্গেট করা নয়, বরং এটি ছিল মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটি বার্তা।

এই প্রেক্ষাপটে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থানকে গুরুত্ব দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান।