ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব দেব না

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 160

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল যদি মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় ভোর ৪টার পর আর কোনো আক্রমণ না চালায়, তবে ইরানও আর পাল্টা জবাব দেবে না। তিনি এই বক্তব্যের মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত দেন, যা যুদ্ধবিরতির পথে একটি বড় পদক্ষেপ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই পদক্ষেপ সংঘাত নিরসনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু এখন সেটা হচ্ছে না। তাঁর ভাষায়, “ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন।”

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। ইসরায়েল তেহরানের সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছিল এবং পরে সেখানে বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলি কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।

এই যুদ্ধবিরতির অগ্রগতি বিশ্বব্যাপী স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং নজরদারির মধ্যে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব দেব না

সর্বশেষ আপডেট ১১:১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল যদি মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় ভোর ৪টার পর আর কোনো আক্রমণ না চালায়, তবে ইরানও আর পাল্টা জবাব দেবে না। তিনি এই বক্তব্যের মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত দেন, যা যুদ্ধবিরতির পথে একটি বড় পদক্ষেপ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই পদক্ষেপ সংঘাত নিরসনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু এখন সেটা হচ্ছে না। তাঁর ভাষায়, “ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন, ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন, ঈশ্বর বিশ্বকে আশীর্বাদ করুন।”

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। ইসরায়েল তেহরানের সেভেনথ ডিস্ট্রিক্ট এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছিল এবং পরে সেখানে বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলি কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়।

এই যুদ্ধবিরতির অগ্রগতি বিশ্বব্যাপী স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং নজরদারির মধ্যে রয়েছে।