সারা দেশে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস
- সর্বশেষ আপডেট ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 232
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু করে আগামী শুক্রবার (২৭ জুন) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কিছু জায়গায় হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ।
আবহাওয়াবিদদের মতে, এই সময়কালে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে, যা কৃষি ও জনজীবনে প্রভাব ফেলতে পারে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।































