ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 208

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশের রাজধানী দোহায় অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, একই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আরবিক নিউজও প্রকাশ করেছে।

হামলার আগেই এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছিলেন, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। হুমকির খবর পেয়ে কাতার সরকার নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয়।

এ পরিস্থিতিতে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘অত্যধিক সতর্কতা’ অবলম্বন করে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

আল উদেইদ বিমানঘাঁটি দোহা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং এর আয়তন প্রায় ২৪ হেক্টর। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই ঘাঁটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছেন। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ আপডেট ১১:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দেশের রাজধানী দোহায় অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, একই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আরবিক নিউজও প্রকাশ করেছে।

হামলার আগেই এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছিলেন, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিকে ইরানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। হুমকির খবর পেয়ে কাতার সরকার নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আকাশসীমা সাময়িক বন্ধ করে দেয়।

এ পরিস্থিতিতে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘অত্যধিক সতর্কতা’ অবলম্বন করে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

আল উদেইদ বিমানঘাঁটি দোহা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং এর আয়তন প্রায় ২৪ হেক্টর। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই ঘাঁটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছেন। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত।