ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 224

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক বলেন, গ্রামগুলোকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে ঘটে যাওয়া ছোটখাটো বিবাদ ও বিরোধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত মীমাংসা করা উচিত। এজন্য গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে সুশিক্ষিত, সুনাগরিক ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা জরুরি।

তিনি আরও জানান, সরকারের তথ্য গবেষণা সেল গ্রাম আদালত বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি করছে। বিভিন্ন এলাকায় সচেতনামূলক সভা, পোস্টার এবং কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) সম্পর্কেও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী ও প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৫:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক বলেন, গ্রামগুলোকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে ঘটে যাওয়া ছোটখাটো বিবাদ ও বিরোধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত মীমাংসা করা উচিত। এজন্য গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে সুশিক্ষিত, সুনাগরিক ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা জরুরি।

তিনি আরও জানান, সরকারের তথ্য গবেষণা সেল গ্রাম আদালত বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি করছে। বিভিন্ন এলাকায় সচেতনামূলক সভা, পোস্টার এবং কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) সম্পর্কেও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী ও প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।