ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মার্কিন হামলার পর

‘শাস্তি অব্যাহত থাকবে’-খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 364

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চলবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

সোমবার (২৩ জুন) আল জাজিরার বরাতে জানা যায়, খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “জায়োনিস্ট শত্রু একটি বড় ভুল করেছে, এটি গুরুতর অপরাধ। তাদের শাস্তি পেতে হবে এবং তারা ইতিমধ্যে সেই শাস্তি পাচ্ছে।”

বিবৃতির সঙ্গে খামেনি একটি গ্রাফিক ছবিও শেয়ার করেন। সেখানে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ওপর ডেভিড তারকা আঁকা দেখা যায়, যা ইসরায়েলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। হামলার টার্গেটে ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকা। এতে অন্তত ৪০০ জন নিহত হন। হতাহতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও।

ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি ’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা অন্তত ২০ বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর জবাবে রোববার যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমরা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি। আমাদের সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে চলে গেছে।”

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা আরও বিস্তৃত সংঘাতের দিকে গড়াতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন হামলার পর

‘শাস্তি অব্যাহত থাকবে’-খামেনি

সর্বশেষ আপডেট ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চলবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

সোমবার (২৩ জুন) আল জাজিরার বরাতে জানা যায়, খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “জায়োনিস্ট শত্রু একটি বড় ভুল করেছে, এটি গুরুতর অপরাধ। তাদের শাস্তি পেতে হবে এবং তারা ইতিমধ্যে সেই শাস্তি পাচ্ছে।”

বিবৃতির সঙ্গে খামেনি একটি গ্রাফিক ছবিও শেয়ার করেন। সেখানে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ওপর ডেভিড তারকা আঁকা দেখা যায়, যা ইসরায়েলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। হামলার টার্গেটে ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকা। এতে অন্তত ৪০০ জন নিহত হন। হতাহতদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও।

ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি ’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা অন্তত ২০ বার ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর জবাবে রোববার যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পরমাণু কেন্দ্রে আঘাত হানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমরা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি। আমাদের সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমার বাইরে চলে গেছে।”

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা আরও বিস্তৃত সংঘাতের দিকে গড়াতে পারে।