ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১০:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 426

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন ও যুগ্ম আহ্বায়কদের যৌথ স্বাক্ষরে শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৭১ সদস্য বিশিষ্ট এই চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে—সভাপতি: মো. আল মামুন, সাধারণ সম্পাদক: মো. মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক: মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: জিয়া উদ্দিন জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সিদ্দিক হোসেন মেম্বার এবং সহ-সাংগঠনিক সম্পাদক: শাহিন মিয়া ও মাহফুজ রানা পদ পেয়েছেন।

কমিটিতে আরও ৮ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদে ১২ জন নেতা রয়েছেন। এছাড়া ৩৯ জন নেতাকর্মীকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও জেলা কমিটির পরামর্শে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. আল মামুন জানান, “দ্রুত সময়ের মধ্যে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পরামর্শে এবং উপস্থিতিতে কমিটির পরিচিতি সভা আয়োজন করা হবে।”

হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জানান, “কেন্দ্রীয় ও জেলা কমিটির দিকনির্দেশনায় ৫টি ইউনিয়নের কমিটি ঠিক রেখে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে কিছু নাম পরিবর্তন করে আল মামুনকে সভাপতি ও মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ আপডেট ১০:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন ও যুগ্ম আহ্বায়কদের যৌথ স্বাক্ষরে শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৭১ সদস্য বিশিষ্ট এই চূড়ান্ত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে—সভাপতি: মো. আল মামুন, সাধারণ সম্পাদক: মো. মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক: মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: জিয়া উদ্দিন জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সিদ্দিক হোসেন মেম্বার এবং সহ-সাংগঠনিক সম্পাদক: শাহিন মিয়া ও মাহফুজ রানা পদ পেয়েছেন।

কমিটিতে আরও ৮ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদে ১২ জন নেতা রয়েছেন। এছাড়া ৩৯ জন নেতাকর্মীকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও জেলা কমিটির পরামর্শে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. আল মামুন জানান, “দ্রুত সময়ের মধ্যে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পরামর্শে এবং উপস্থিতিতে কমিটির পরিচিতি সভা আয়োজন করা হবে।”

হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জানান, “কেন্দ্রীয় ও জেলা কমিটির দিকনির্দেশনায় ৫টি ইউনিয়নের কমিটি ঠিক রেখে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে কিছু নাম পরিবর্তন করে আল মামুনকে সভাপতি ও মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”