ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 349

করোনা ভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের একজনের বয়স ১১–২০, একজনের ৪১–৫০, একজনের ৬১–৭০, একজনের ৭১–৮০ এবং একজনের বয়স ৯১–১০০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু ২৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে ২০২৫ সালে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট শনাক্ত ছাড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নতুন শনাক্ত ৪৩৩ জন।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর আসে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের একজনের বয়স ১১–২০, একজনের ৪১–৫০, একজনের ৬১–৭০, একজনের ৭১–৮০ এবং একজনের বয়স ৯১–১০০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু ২৯ হাজার ৫১৫ জন। এর মধ্যে ২০২৫ সালে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট শনাক্ত ছাড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নতুন শনাক্ত ৪৩৩ জন।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর আসে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।