তিন দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শহীদ মিনারে অবস্থান
- সর্বশেষ আপডেট ০৫:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 231
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। তবে পূর্বঘোষিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ রোকসেদ আলম জানান, ৯ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গেছে। ফলাফল সন্তোষজনক না হলে ‘মার্চ টু সচিবালয়’সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান চালিয়ে যেতে দেখা গেছে আন্দোলনকারীদের।
তাদের তিন দফা দাবি হলো:
১. পিলখানাসহ দেশের সব বিডিআর ইউনিটে সামারি কোর্ট ও বিশেষ আদালতের মাধ্যমে চাকরিচ্যুত সব সদস্যকে পুনর্বহাল এবং ক্ষতিপূরণসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
২. পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত শর্তযুক্ত কমিশনের কার্যপরিধি সংশোধন করে পূর্ণ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর এবং মিথ্যা সাক্ষ্যে দণ্ডিত নিরপরাধদের মুক্তি।
৩. ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন এবং সীমান্ত বাহিনীর আগের নাম ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ পুনঃপ্রতিষ্ঠা।
চাকরিচ্যুত সদস্যদের দাবি— বিচার ও তদন্তের নামে যেসব পক্ষপাতমূলক ও বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার পূর্ণ সংশোধন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।































