ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 170

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা পরিচালিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

এ হামলার টার্গেট ছিল বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

হামলার পর ইসরায়েলের তেল আবিবে বিমান হামলার সতর্ক সাইরেন বাজতে শুরু করে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সতর্কবার্তা পাওয়ার পরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এই হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের হামলা

সর্বশেষ আপডেট ০৩:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা পরিচালিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

এ হামলার টার্গেট ছিল বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

হামলার পর ইসরায়েলের তেল আবিবে বিমান হামলার সতর্ক সাইরেন বাজতে শুরু করে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। সতর্কবার্তা পাওয়ার পরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এই হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।