ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
থানায় অভিযোগ

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে অপহরণ ও মারধর

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১০:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 231

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে অপহরণ ও মারধর

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে এক থ্রি-হুইলার (মিশুক) চালককে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত মোস্তফা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় ডাকবাংলো মোড়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোস্তফা আহমেদসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ মিশুক চালক আকাশের পথরোধ করে প্রথমে তর্কে জড়ায়। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে মোস্তফার বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

ভুক্তভোগী আকাশের আত্মচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা তার কাছে থাকা নগদ অর্থ এবং মিশুকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আকাশকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকাশের স্ত্রী জোস্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক পুরোনো শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “ওদের সাথে আগেই ঝামেলা ছিল, কিন্তু এভাবে মারধর করবে ভাবিনি।”

আকাশের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন: মোস্তফা আহমেদ, জিল্লু প্রধান, নয়ন মিয়া, মনির, আল-আমিন, মতিন, আশিক মিয়া, হিমেল মিয়া, শিমুল মিয়া, খোকন মিয়া, রতন মিয়া এবং বোরহান মিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই রায়পুরা উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

নরসিংদী মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থানায় অভিযোগ

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে অপহরণ ও মারধর

সর্বশেষ আপডেট ১০:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে এক থ্রি-হুইলার (মিশুক) চালককে অপহরণ করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত মোস্তফা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় ডাকবাংলো মোড়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোস্তফা আহমেদসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ মিশুক চালক আকাশের পথরোধ করে প্রথমে তর্কে জড়ায়। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে মোস্তফার বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

ভুক্তভোগী আকাশের আত্মচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা তার কাছে থাকা নগদ অর্থ এবং মিশুকটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আকাশকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আকাশের স্ত্রী জোস্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক পুরোনো শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “ওদের সাথে আগেই ঝামেলা ছিল, কিন্তু এভাবে মারধর করবে ভাবিনি।”

আকাশের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন: মোস্তফা আহমেদ, জিল্লু প্রধান, নয়ন মিয়া, মনির, আল-আমিন, মতিন, আশিক মিয়া, হিমেল মিয়া, শিমুল মিয়া, খোকন মিয়া, রতন মিয়া এবং বোরহান মিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা সবাই রায়পুরা উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

নরসিংদী মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফা আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।