টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ১৩ নির্দেশনা জারি
- সর্বশেষ আপডেট ১২:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 273
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটকদের জন্য বিশেষ ১৩ নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) সকালে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফটোকার্ডে এসব করণীয় ও বর্জনীয় নির্দেশনা তুলে ধরা হয়।
বর্জনীয় বিষয়সমূহ:
উচ্চ শব্দে গান-বাজনা করা বা শোনা যাবে না
হাওরের পানিতে প্লাস্টিক বা অজৈব বর্জ্য ফেলা নিষিদ্ধ
মাছ ধরা, শিকার, পাখির ডিম সংগ্রহ ও পাখির জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো যাবে না
ডিটারজেন্ট, শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ
গাছ কাটা, ডাল ভাঙা, বনজ সম্পদ সংগ্রহ করা যাবে না
সংরক্ষিত কোর জোনে প্রবেশ করা যাবে না
জৈব বর্জ্য হাওরে ফেলা যাবে না
করণীয় বিষয়সমূহ:
জেলা প্রশাসন নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে
বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে হবে
প্লাস্টিক পণ্য ব্যবহারে বিরত থাকতে হবে
দূর থেকে প্রাণী পর্যবেক্ষণ করতে হবে, ফ্ল্যাশবিহীন ছবি তুলতে হবে
স্থানীয় গাইড ও পরিষেবা গ্রহণ করতে হবে
ক্যাম্পফায়ার বা আগুন জ্বালানো নিষিদ্ধ
জেলা প্রশাসনের তথ্যমতে, সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলাধীন ১০টি মৌজাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরে রয়েছে ছোট-বড় ১০৯টি বিল। মেঘালয়ের পাদদেশে অবস্থিত এ জলভূমির আয়তন প্রায় ১২,৬৫৫ হেক্টর, যা দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলভূমি।
টাঙ্গুয়ার হাওর তার পরিবেশগত গুরুত্বের কারণে রামসার কনভেনশনের আওতায় একটি রামসার এলাকা হিসেবে স্বীকৃত। সরকার হাওরটিকে পরিবেশ সংকটাপন্ন একটি আন্তর্জাতিক এলাকা হিসেবে ঘোষণা করেছে।
হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের সচেতনতা ও নির্দেশনা মান্য করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে জেলা প্রশাসন।































