ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ জন গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 109

ইরানে মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ জন গুপ্তচর আটক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইরান ৫৪ জন ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (২০ জুন) ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য নিশ্চিত করে। খবরটি প্রথম প্রকাশ করে ফার্স নিউজ, যা পরে প্রচার করে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা শত্রুরাষ্ট্র ইসরায়েলের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ—তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সমাজে মানসিক অস্থিরতা সৃষ্টি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা।

এই গ্রেপ্তারের ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক জায়গায় বিমান হামলা চালায়। এসব স্থানের মধ্যে ছিল সামরিক ঘাঁটি ও পারমাণবিক কেন্দ্র। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

উভয় পক্ষই ক্ষয়ক্ষতির ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের পাল্টা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছে।

বর্তমানে ইরান এই ধরণের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নজরদারি আরও বাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে মোসাদের সঙ্গে যুক্ত ৫৪ জন গুপ্তচর আটক

সর্বশেষ আপডেট ১১:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইরান ৫৪ জন ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (২০ জুন) ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য নিশ্চিত করে। খবরটি প্রথম প্রকাশ করে ফার্স নিউজ, যা পরে প্রচার করে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা শত্রুরাষ্ট্র ইসরায়েলের হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ—তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সমাজে মানসিক অস্থিরতা সৃষ্টি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা।

এই গ্রেপ্তারের ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক জায়গায় বিমান হামলা চালায়। এসব স্থানের মধ্যে ছিল সামরিক ঘাঁটি ও পারমাণবিক কেন্দ্র। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

উভয় পক্ষই ক্ষয়ক্ষতির ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের পাল্টা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছে।

বর্তমানে ইরান এই ধরণের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নজরদারি আরও বাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।