ডোনাল্ড ট্রাম্পের বার্তায় কূটনৈতিক সমাধানের ইঙ্গিত
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 278
ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উঁকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না। ট্রাম্পের এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলেও ইউরোপীয় নেতারা এটিকে কূটনৈতিক আলোচনার সুযোগ হিসেবে দেখছেন।
শুক্রবার (২০ জুন) জেনেভায় এক উচ্চপর্যায়ের বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “পরবর্তী দুই সপ্তাহে একটি কূটনৈতিক সমাধানের জানালা তৈরি হয়েছে।” ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মিলে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বসেছেন।
এ সময় ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে তীব্র পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে অন্তত ৬০টি স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিয়ারশেভা শহরের একটি প্রযুক্তি পার্কে আঘাত হেনেছে, এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
ইরানের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা তথ্যপ্রবাহের কারণে হতাহতের নির্ভরযোগ্য সংখ্যা পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু চুক্তির সম্ভাব্য উদ্যোগকে সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর এ কূটনৈতিক প্রচেষ্টা ইরানকে আলোচনায় ফিরিয়ে আনার একটি প্রয়াস। বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসে বলেন, “এ সংকটে কূটনীতির আশার সঞ্চার হয়েছে।”
ইরানের তরফ থেকে অবশ্য এখনো সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি, তবে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যদের সঙ্গে সংলাপে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই পরিস্থিতিকে মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখছেন কূটনৈতিক মহল।
সূত্র: বিবিসি





































