ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝর্ণা ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 256

ঝর্ণা ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফাত্রাঝিরি ঝর্ণায় ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া উখিয়ার কিশোর মেহরাব হোসাইনের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, মরদেহ ভেসে থাকতে দেখে তারা উখিয়া থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত মেহরাব কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝর্ণায় ১৮ জন বন্ধু-বান্ধবসহ ঘুরতে যান মেহরাব। ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে পড়ে এবং পার হওয়ার সময় পানির তোড়ে ভেসে যান মেহরাব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য এম. মনজুর আলম জানান, “নিখোঁজের পর থেকে পরিবার ও এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। শুক্রবার মরদেহ ভেসে উঠলে তা শনাক্ত করা হয়। লাশ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। স্থানীয়রা মরদেহ উদ্ধারের পর পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝর্ণা ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফাত্রাঝিরি ঝর্ণায় ভ্রমণে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া উখিয়ার কিশোর মেহরাব হোসাইনের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজারের উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, মরদেহ ভেসে থাকতে দেখে তারা উখিয়া থানা পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত মেহরাব কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝর্ণায় ১৮ জন বন্ধু-বান্ধবসহ ঘুরতে যান মেহরাব। ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে পড়ে এবং পার হওয়ার সময় পানির তোড়ে ভেসে যান মেহরাব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য এম. মনজুর আলম জানান, “নিখোঁজের পর থেকে পরিবার ও এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। শুক্রবার মরদেহ ভেসে উঠলে তা শনাক্ত করা হয়। লাশ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। স্থানীয়রা মরদেহ উদ্ধারের পর পুলিশ গিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।”