সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বেড়েছে ২৩ গুণ
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 259
২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ আগের বছরের তুলনায় ২৩ গুণ বেড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে)। ২০২৩ সালে এই অঙ্ক ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ বা আনুমানিক ৩৯৬ কোটি টাকা।
এক বছরের ব্যবধানে এ অঙ্ক বেড়েছে প্রায় ৮,৫০০ কোটি টাকা, যা শতকরা হিসেবে প্রায় ২,২০০ শতাংশ বৃদ্ধি।
এই অর্থের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের ব্যাংকগুলোর নামে বাণিজ্যিক লেনদেন সংশ্লিষ্ট দাবি। তবে অর্থ পাচার সংশ্লিষ্ট একটি অংশ রয়েছে বলেও ধারণা রয়েছে, যদিও তা নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সুইস ব্যাংকে জমা এই অর্থের মধ্যে শিল্পকর্ম, স্বর্ণ বা অন্যান্য মূল্যবান সামগ্রীর মূল্য অন্তর্ভুক্ত নয়। একইভাবে যদি কোনো বাংলাদেশি নাগরিক অন্য দেশের নাম ব্যবহার করে অর্থ গচ্ছিত রাখেন, তা এই পরিসংখ্যানে ধরা পড়েনি।
বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট ( বিএফআইইউ) এর আগে সুইজারল্যান্ডের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সঙ্গে যোগাযোগ করলেও কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বা বিস্তারিত তালিকা তারা পায়নি। সুইস কর্তৃপক্ষ বলছে, অবৈধ অর্থ গচ্ছিত রাখার প্রমাণ পেলে তারা তথ্য দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অর্থনৈতিক ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং অর্থ পাচার রোধে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।




































