ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 124

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা, নাম নাহিদুল ইসলাম রুপল (৩২)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার আইয়ুব ইসলামের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নাহিদুল মোটরসাইকেলে কুমারখালী থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাহিনী বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়।

রুপলের মৃত্যুর খবরে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অনেকে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

সর্বশেষ আপডেট ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রদলের এক নেতা, নাম নাহিদুল ইসলাম রুপল (৩২)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার আইয়ুব ইসলামের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নাহিদুল মোটরসাইকেলে কুমারখালী থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাহিনী বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়।

রুপলের মৃত্যুর খবরে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অনেকে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।