ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরি মিস নিশাঙ্কার, তবুও চাপে বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 106

ডাবল সেঞ্চুরি মিস নিশাঙ্কার, তবুও চাপে বাংলাদেশ

গল টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কার সামনে সুবিধাজনক অবস্থানে নেই টাইগাররা। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার অনবদ্য ১৮৭ রানের ইনিংস দলকে শক্ত ভিত গড়ে দিয়েছে। যদিও ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে থেমে গেছেন তিনি।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এরপর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৯ রানে ফিরে যান লাহিরু উদারা।

এরপর উইকেটে আসেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। নিশাঙ্কার সঙ্গে তার ১৫৭ রানের জুটি ভাঙে নাইম ইসলামের হাতে। চান্দিমাল ৫৪ রান করেন। এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি বিদায়ী টেস্টে ৩৯ রান করে ফেরেন।

তবে আক্রমণাত্মক ছন্দে ব্যাট করে যান নিশাঙ্কা। ২৫৬ বলে ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে হাসান মাহমুদের ডেলিভারিতে বোল্ড হন তিনি।

দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। এখনও তারা পিছিয়ে ১২৭ রানে। ক্রিজে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা (১৭) ও কামিন্দু মেন্ডিস (৩৭)।

প্রথম ইনিংসের বড় সংগ্রহের পরেও শ্রীলঙ্কার প্রতিরোধে কিছুটা অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডাবল সেঞ্চুরি মিস নিশাঙ্কার, তবুও চাপে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৮:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

গল টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কার সামনে সুবিধাজনক অবস্থানে নেই টাইগাররা। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার অনবদ্য ১৮৭ রানের ইনিংস দলকে শক্ত ভিত গড়ে দিয়েছে। যদিও ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে থেমে গেছেন তিনি।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এরপর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৯ রানে ফিরে যান লাহিরু উদারা।

এরপর উইকেটে আসেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। নিশাঙ্কার সঙ্গে তার ১৫৭ রানের জুটি ভাঙে নাইম ইসলামের হাতে। চান্দিমাল ৫৪ রান করেন। এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি বিদায়ী টেস্টে ৩৯ রান করে ফেরেন।

তবে আক্রমণাত্মক ছন্দে ব্যাট করে যান নিশাঙ্কা। ২৫৬ বলে ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে হাসান মাহমুদের ডেলিভারিতে বোল্ড হন তিনি।

দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। এখনও তারা পিছিয়ে ১২৭ রানে। ক্রিজে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা (১৭) ও কামিন্দু মেন্ডিস (৩৭)।

প্রথম ইনিংসের বড় সংগ্রহের পরেও শ্রীলঙ্কার প্রতিরোধে কিছুটা অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ।