ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট হবে সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকীর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 299

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৫ আগস্ট সরকারিভাবে ছুটি পালনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফারুকী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। যেভাবে সেই আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই কর্মসূচি সাজানো হবে।”

তিনি আরও জানান, “এখন থেকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি পালন করা হবে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংস্কৃতির পাশাপাশি রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের ভবিষ্যত নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, “বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের চিন্তা চলছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এই প্রক্রিয়ায় কাজ করবেন।”

এই ঘোষণাকে ঘিরে দেশে নতুন একটি ঐতিহাসিক স্মারক দিবস প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আগস্ট হবে সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকীর ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৫ আগস্ট সরকারিভাবে ছুটি পালনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফারুকী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। যেভাবে সেই আন্দোলনে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবেই কর্মসূচি সাজানো হবে।”

তিনি আরও জানান, “এখন থেকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি পালন করা হবে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংস্কৃতির পাশাপাশি রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের ভবিষ্যত নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, “বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের চিন্তা চলছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এই প্রক্রিয়ায় কাজ করবেন।”

এই ঘোষণাকে ঘিরে দেশে নতুন একটি ঐতিহাসিক স্মারক দিবস প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে সরকার।