ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোবেল-ইডেন ছাত্রী বিয়ে করবেন কারাগারে

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 240

গায়ক মাইনুল আহসান নোবেল এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী—এই দুইজনকে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে আবেদনটি গ্রহণ করে কারাগারে বিয়ের অনুমতি দেন।

আবেদনে বলা হয়, ২০ মে থেকে নোবেল কারাগারে আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল। বর্তমানে তারা পরস্পরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেই প্রেক্ষিতেই আদালতের কাছে কারাগারে বিয়ের অনুমতি চাওয়া হয়।

এর আগে ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, ইডেন কলেজের সাবেক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন তিনি। সেই ঘটনায় ডেমরা থানায় মামলা দায়েরের পরই গ্রেফতার হন এই গায়ক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোবেল-ইডেন ছাত্রী বিয়ে করবেন কারাগারে

সর্বশেষ আপডেট ০৩:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

গায়ক মাইনুল আহসান নোবেল এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী—এই দুইজনকে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষ থেকে একটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে আবেদনটি গ্রহণ করে কারাগারে বিয়ের অনুমতি দেন।

আবেদনে বলা হয়, ২০ মে থেকে নোবেল কারাগারে আছেন। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল। বর্তমানে তারা পরস্পরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেই প্রেক্ষিতেই আদালতের কাছে কারাগারে বিয়ের অনুমতি চাওয়া হয়।

এর আগে ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, ইডেন কলেজের সাবেক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন তিনি। সেই ঘটনায় ডেমরা থানায় মামলা দায়েরের পরই গ্রেফতার হন এই গায়ক।