কুষ্টিয়ায় ঘুমের মধ্যেই সাপের কামড়ে যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১২:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 134
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির আহমেদ কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতোই রাতে সাব্বির ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘুমের মধ্যেই তাকে সাপে কামড় দেয়। রাত আনুমানিক ৩টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পারে। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কোন ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।
































