ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ১১:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 136

১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার পাটাতনের নিচে লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) এবং মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।

বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীর তীরবর্তী অঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধির একটি মাছ ধরার নৌকায় বিজিবি পিছু নেয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি তৎপরতায় নৌকাসহ দুইজনকে আটক করা হয়।

নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়কজাত করে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জালের ভেতর থেকে উদ্ধার করা হয়।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মাছ ধরার ছদ্মবেশে মাদক পাচারের প্রবণতা সম্প্রতি বেড়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারে জড়িতদের ধরতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। সীমান্তে সবধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

তিনি আরও জানান, আটক দুই মিয়ানমার নাগরিক ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হবে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

টেকনাফে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার পাটাতনের নিচে লুকানো অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) এবং মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।

বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদীর তীরবর্তী অঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধির একটি মাছ ধরার নৌকায় বিজিবি পিছু নেয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি তৎপরতায় নৌকাসহ দুইজনকে আটক করা হয়।

নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়কজাত করে রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জালের ভেতর থেকে উদ্ধার করা হয়।

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মাছ ধরার ছদ্মবেশে মাদক পাচারের প্রবণতা সম্প্রতি বেড়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারে জড়িতদের ধরতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। সীমান্তে সবধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

তিনি আরও জানান, আটক দুই মিয়ানমার নাগরিক ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হবে।